মুজিববর্ষে কাজিপুরে জমিসহ ঘর পেলো ৩৫ পরিবার

0
250


আবু তৈয়ব সুজয়: কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কাজিপুর উপজেলার ৩৫ টি পরিবারের মাঝে জমি ও গৃহের দলীল হস্তান্তর করা হয়েছে।

শনিবার ২৩শে জানুয়ারি সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দলীল হস্তান্তর প্রক্রিয়া ভার্চুয়ালী যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র নিজাম উদ্দিন, নবনির্বাচিত মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেনসহ ইউপি চেয়ারম্যানগণ।

একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের

আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ৬৬ হাজার ১শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান এবং ৩হাজার ৭শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পুনর্বাসনের শুভ উদ্বোধন করেন।