মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক এক কুইজ প্রতিযোগিতা

0
191

হাসান মামুন:

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের পিরোজপুরের জেলা তথ্য অফিস।

বুধবার সকালে পিরোজপুর সরকারি গ্রন্থগার মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আমিরুল আজিম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান গৌতম চৌধুরী। ঘন্টাব্যাপী তার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে এবং বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর, ছাত্রজীবন এবং রাজনৈতিক জীবন নিয়ে তথ্য ভিত্তিক আলোচনা ও বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের আবেগাপ্লুত বক্তব্যে উপস্থিত সকলে অশ্রু স্বজল হয়ে ওঠে।

এরপর বঙ্গবন্ধুর কর্মময় জীবন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেয় আজকের এই অনুষ্ঠানের আয়োজক জেলা তথ্য অফিস। এ সময় শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবকবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।