মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল মালেকের মৃত্যু বার্ষিকী বুধবার 

4
253
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,মুজিবনগর সরকারের অর্থ কমিটির অন্যতম সদস্য,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের সদস্য,সাবেক সংসদ সদস্য ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অর্ধশতাব্দীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ৬ষ্ঠ মৃত্যু বার্ষীকি ১৯ শে জানুয়ারি।
তিনি বাধ্যকজনিত কারনে ২০১৬ সালের ১৯ শে জানুয়ারি সরিষাবাড়ী পৌর এলাকার শিমলা বাজার নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৩৪ সালের ১লা সেপ্টম্বর উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে জন্ম গ্রহন করেন।
মরহুমের ছেলে কেন্দ্রীয সেচ্ছাসেবক লীগের মৎস ও প্রাণি বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান হেলাল জানান, প্রয়াত আব্দুল মালেকের মৃত্যুবার্ষিকী প্রতিবছর আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও অঙ্গ সংগঠন নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করে। এবার করোনার কারনে স্বাস্থবিধি মেনে কবর জিয়ারত, কালোব্যাজ ধারণ ও মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠনের আয়োজন করা হয়েছে।
এছাড়া বুধবার দুপুরে স্থানীয় শিল্পকলা হল মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বরণসভা অনুষ্ঠিত হবে। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।