মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু ও শেখ হাসিনা  আমার আদর্শ — আব্দুস সামাদ আজাদ তারা

0
151

নিজস্ব প্রতিবেদক:

আব্দুস সামাদ আজাদ তারা বলেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ যাদের মধ্যে নেই আমি তাদের সাথে সম্পর্ক রাখিনা। যারা এই আদর্শ ধারন করতে পারেনা তারা বাংলাদেশের বন্ধু নয়। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর উন্নয়ন আ’লীগের অর্জন।

গতকাল বিকালে বাউসি পপুলার মুক্তিযোদ্ধা  স্বরণী এলাকার মটরসাইকেল শোভাযাত্রা শেষে এক পথসভায় এই কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ তারা।
তিনি আরো বলেন, শেখ হাসিনার জন্য বাংলাদেশ আজ ধন্য। সারা পৃথিবীর কাছে শেখ হাসিনা আজ উন্নয়নের রোল মডেল। তার হাত ধরেই বাংলাদেশ সকল জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আ’লীগকে গতিশীল রাখতে সকলকে এক সাথে কাজ করতে হবে। তিনি এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডসহ বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ আ’লীগের কাজ করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীদের সহযোগিতা আছে আমার। তার আশা  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিবেন।
এর আগে ঢাকা থেকে সড়কপথে দিগপাইত উপ- শহরে তিনি পৌঁছলে দলীয় নেতাকর্মীদের তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে দুই শতাধিক মটর সাইকেলের এক বিশাল শো-ডাউন করে দিকপাইত বাজার থেকে শুরু করে উপজেলার, সানাকৌর বাজার, ফয়েজের মোড়, বাউশি বাজার, পপুলার, শিমলা বাজার, সরিষাবাড়ী বাসষ্টেশন, আরামনগর বাজার, বগারপাড়, রুদ্রবয়ড়া ২১ শে মোড়, তারাকান্দি যমুনা সারকারখানা এলাকা, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, স্থলসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করাসহ গণসংযোগ ও পথসভা করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।