মুক্তিযুদ্ধকালিন সাবেক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর তালুকদার  আর নেই

0
150

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযুদ্ধকালিন সাবেক কোম্পানি কমান্ডার ও জামালপুর জেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার (নান্নু) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার (২১ জানুয়ারি)  রাত ১০.২০ মিনিটের দিকে পৌরসভার বীর ধানাটা এলাকায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি ও মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মাহমুদুল হাসানের চাচা এবং উপজেলার আওনা ইউনিয়নের মৃত আব্দুল ওয়াদুদ তালুকদারের ছেলে।

বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসাবে সফলতার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে আমিনুর রহমান তালুকদার একজন সফল ঠিকাদার ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছোট ছেলে আরিফুর রহমান তালুকদার জানান , দীর্ঘদিন যাবৎ নানা রোগে ভোগছিলেন তিনি। শুক্রবার রাতে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যায় সে। শনিবার (২২ জানুয়ারি) বেলা ১২ টার সরিষাবাড়ী কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদার পর দুপুর ২টায় দৌলতপুর এডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।