মায়ের মৃত্যুর খবর শুনে বাড়ী আসার সময় সড়ক দূর্ঘটনায় মেয়ে ও পুত্রবধুর মৃত্যু

0
281
মোস্তাক আহমেদ মনির, নিউজ ডেস্ক
জামালপুরের সরিষাবাড়ীতে মায়ের মৃত্যুর খবর শুনে বাড়ী আসার সময় সড়ক দূর্ঘটনায় মেয়ে ও পুত্রবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের গারোবাজার-সাগরদিঘী সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী বিলকিস বেগম বার্ধক্য জনিত কারনে মৃত্যু হয়। খবর পেয়ে ছেলে মোশারফ হোসেন, তার স্ত্রী শাহিনা বেগম ও ছোট বোন করুনা বেগম বাড়ীতে আসার জন্য সিএনজি চালিত অটোরিকশায় করে গাজীপুর থেকে সরিষাবাড়ী আসছিলো। দুপুর দুইটার দিকে অটোরিকশাটি গারো বাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশায় থাকা
সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়ড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২২) মৃত্যু হয়। পরে শিশুসহ ছয়জনকে আহতবস্থায় মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় করুনা বেগম (৩০) মারা যায়। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।