মানবতার সেবায় সাকিফ সিনদীদ

0
251


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি –
জামালপুরের সরিষাবাড়ীতে মানবতার সেবায় এগিয়ে এসে খাদ্য সামগ্রী বিতরন করেছে সাকিফ সিনদীদ। মঙ্গলবার সকালে পৌর এলাকায় তার দাদা বাড়ী ধানাটা নিজ বাড়ীতে ২ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
জানা গেছে, রাজধানীর সাইন্স কলেজ থেকে গোল্ডেন জিপিএ ৫ নিয়ে এইচএসসি পাস করেছে সাকিফ সিনদীদ। সাকিফ সিনদীদ নিয়ন বর্তমানে পরিবারের সাথে ঢাকায় থাকে। সে সরিষাবাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য। তার পিতা তেজগাঁও কলেজের আইন উপদেষ্টা এডভোকেট শহিদুল ইসলাম । সাকিফ সিনদীদ অবসর সময়ে জিম, বাগান পরিচর্যা, পুকুরে মাছের খাবার দেয়া তার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মাঝেমধ্যেই দাদা বাড়ীতে এসে এই কাজগুলো করতে সবচেয়ে বেশি সাচ্ছন্দ্য বোধ করে।
সারা দেশ তথা বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ফলে সেও নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করেছে। তার বাবার সাহায্য নিয়ে, দাদা বাড়ীতে এসে হতদরিদ্র পরিবারের সদস্য দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। চাল,ডাল,তেল,লবন,চিনি,সেমাই, মিল্ক পাউডার,পেয়াজ,রসুন, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী প্যাকেট করে নিজ গ্রাম সহ আশেপাশের এলাকার মানুষের মাঝে বিতরন করে। এ ছাড়াও এ ছাড়াও শীতের মধ্যে কম্বল, ইদের সময় কাপড সহ খাদ্য সামগ্রী, চলমান করোনা দুর্যোগে মানুষের পাশে দাড়িয়ে বিতরন করছেন মাস্ক, গভীর রাতে বাড়ীতে পৌছে দিয়েছে চাল।

খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে সাকিফ সিনদীদ বলেন, মানবিক মূল্যবোধের তাগিদেই গরীব, অসহায় মানুষকে এই বিরূপ পরিস্থিতিতে খাদ্য সহায়তা দিয়েছি।