মফস্বল সাংবাদিকদের বন্ধু আলম শিকদার আর নেই

0
92

The Asian Age পত্রিকা ব্যাস্থাপনা পরিচালক এম আলম শিকদার ভাই আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজিউন! তিনি বুধবার (২৮ ডিসেম্বর ২০২২) তারিখে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৬ মাস আলম ভাই ব্রেইন ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ে আজ তিনি ইহলোকের মায়া সম্পূর্ণভাবে ত্যাগ করলেন। ওনার স্ত্রী, দুই ছেলেমেয়ে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক এবং বিজ্ঞাপন প্রতিনিধি ভাইবোনদের বন্ধু ছিলেন আলম ভাই। যারা দিন রাত সংবাদের সাথে সাথে পত্রিকা বাচিঁয়ে রাখতে বিজ্ঞাপন সংগ্রহ করে বেড়ান এবং নামমাত্র কমিশন পেয়েও আবার সংবাদের পেছনে ছোটেন, তাদের অত্যন্ত প্রিয়জন ছিলেন আলম ভাই।

মফস্বল সাংবাদিকদের কষ্ট বুঝতেন তিনি। দিনে হাজারো মানুষের মোবাইল রিসিভ করেও বিরক্ত হতে দেখিনি কখনো। আলম ভাই দীর্ঘ দিন জাতীয় ইংরেজি দৈনিক New Nation কাজ করেছেন। পরবর্তীতে দি এশিয়ান এইজ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন।

সম্প্রতি তিনি নিজে একটা জাতীয় দৈনিক ‘The Republic Daily’ প্রকাশের সকল প্রস্তুতি নিয়েছিলেন। মতিঝিলে অফিস নিয়েছেন। অনলাইন সংস্করণ প্রকাশিত হচ্ছে ইতোমধ্যে। আলম ভাই আর কল করে বলবেন না ‘রতন কোথায় আছো? দেখা করে যাইয়ো’!

মানুষের জীবন প্রদীপ দ্রুত নিভে যায়। ৬০-৮০ বছরের মধ্যে সব শেষ। তার পরে ১০০ বছর পর্যন্ত বেচে থাকাটা বোনাস জীবন। জীবনের আরেক নাম দোলনা থেকে নেমেই কবর/গোরস্তানের দিকে হেটে চলা!