বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩৩ হাজার টাকা জরিমানা

0
253

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে চারটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭.১১.২০) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, পৌর শহরে অবস্থিত মোল্যা আহম্মদ হোসেন মেমোরিয়াল হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারায় ৫ হাজার টাকা, পাটের বস্তা ব্যবহার না করে পলিথিনের বস্তা ব্যবহার করায় বাজার সদরের কণিকা ভান্ডারকে পণ্যের পাটজাত মোড়ক আইনের ২০১০ এর ১৪ ধারায় ২০ হাজার টাকা, একই অপরাধে বাজার সদরের ইকরাম সিকদার ও গুনবহা গ্রামের আবুল হোসেনকে ২ হাজার টাকা করে এবং মাস্ক পরিধান না করায় সংক্রমক রোগ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪(২) ধারায় বোয়ালমারী বাজারের গৌতম বিশ্বাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।