বেকার যুব জনগোষ্ঠীকে আত্ম-নির্ভরশীল ও দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকারঃ যুব উন্নয়ন কর্মকর্তা

0
167

মেহেরপুরে কুষ্ঠ বিষয়ক অবহিতকরণ ও সহায়তা কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব বিপ্লব কুমার কুন্ডু বলেন, সরকার এসডিজি-এর লক্ষ্যে পৌঁছানোর জন্য বেকার যুবদের উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আত্ম-নির্ভরশীল ও দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

বৃহষ্পতিবার মেহেরপুরের সালোম-চার্চ অব বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় সরকার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে এক কুষ্ঠ বিষয়ক অবহিতকরণ ও সহায়তা শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

মেহেরপুর জেলার স্থানীয় সরকার প্রতিনিধিগণ ও সরকারি কর্মকর্তাদের কুষ্ঠ বিষয়ক অবহিতকরণ এবং মেহেরপুরে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের নিয়ে গঠিত বিভিন্ন স্ব-নির্ভর দল ও সংগঠন বা ফেডারেশনের-এর সদস্যদের স্থানীয় সরকার বিভাগ থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করার উদ্দেশ্যে কর্মশালার আয়োজন করা হয়।

দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ ও দি লেপ্রসি মিশন-নেদারল্যা-স এর সহোযোগিতায় কর্মশালাটি আয়োজন করে সালোম-চার্চ অব বাংলাদেশ।

কর্মশালার উদ্বোধন করেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ও মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ তাজুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব বিপ্লব কুমার কুন্ডু, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ও মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ তাজুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য জনাব কাজল রেখা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য জনাব ইমাদুল ইসলাম, মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য জনাব গোলাম নবী।

এছাড়াও আমদহ আলাস্কা মসজিদের ইমাম মোঃ হাসানুজ্জামান, বল্লভপুর ইমানুয়েল চার্চের পুরোহিত রেভাঃ দীপক উজ্জ্বল বিশ্বাস, কার্পাস ডাঙা ক্রাইস্ট চার্চের পুরোহিত রেভাঃ মৃত্যুঞ্জয় ম-ল, দৈনিক অবজারভার পত্রিকার সাংবাদিক ও মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের সভাপতি জনাব রফিকুল আলম, মুজিবনগর উপজেলা যুবলীগের সেক্রেটারি জনাব বাবুল মল্লিক, পুষ্টিবিদ দিলারা জাহান, কুষ্ঠ ও প্রতিবন্ধী জনগোষ্ঠী পরিচালিত ফেডারেশনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত জ্ঞানী দলের সদস্য এবং যুবদের সমন্বয়ে গঠিত যুব দলের সদস্যসহ মোট ৩৫ জন কর্মশালায় অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের কুষ্ঠ রোগ বিষয়ে সম্যক ধারনা প্রদান করেন কুষ্টিয়ার মুক্তি নারী ও শিশু উন্ন্য়ন সংস্থার এইপি ও ফ্রি প্রকল্পের কো-অর্ডিনেটর জনাব আহসান হাবীব রিপন এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার মাসুমা পারভীন। মেহেরপুর জেলায় সালোম-চার্চ অব বাংলাদেশ-এর কুষ্ঠ সংক্রান্ত সার্বিক কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবগত করেন সালোম-চার্চ অব বাংলাদেশ-এর এইপি ও ফ্রি প্রকল্পের কো-অর্ডিনেটর সন্ধ্যা মন্ডল।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব বিপ্লব কুমার কুন্ডু বলেন, “সরকার এসডিজি-এর লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় যুব উন্নয়ন অধিদপ্তর দেশের বেকার যুবদের উন্নয়নে কাজ করে করছে। আমরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে যুবদের আত্ম-নির্ভরশীল ও দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। আমি কিছু দিন পূর্বেও সালোম-চার্চ অব বাংলাদেশ-এর একটি কুষ্ঠ বিষয়ক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি ও সমাজের অন্যান্য অবহেলিত ব্যক্তিদের নিয়ে একত্রে কাজ করার জন্য। আমি চাই ফেডারেশন এবং স্ব-নির্ভর দলের সদস্যরা আমার অধিদপ্তরে নিজেরাই আসবেন। আমি আমার দপ্তর থেকে তাদের যথাসাধ্য সহায়তা প্রদান করব।”

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ও মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ তাজুল ইসলাম বলেন, “কুষ্ঠ রোগ এবং সালোম-চার্চ অব বাংলাদেশ-এর কুষ্ঠ সংক্রান্ত সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে পেরে আমি বুঝলাম কুষ্ঠরোগীদের সেবা প্রদান করা একটি কঠিন কাজ এবং সালোম-চার্চ অব বাংলাদেশ এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করছে। মহিলা বিষয়ক অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া মহিলাদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও ভাতা, আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের জন্য সহজ শর্তে ঋণ, ভিজিডি কর্মসূচি, ইত্যাদি সুবিধা প্রদান করে থাকে। আমি আমার উপজেলার কুষ্ঠ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের সদস্যদের যথাসাধ্য সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করছি।”

কর্মশালায় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও স্ব-নির্ভর দলের অন্যান্য পিছিয়ে পড়া সদস্যদের যথাসাধ্য সহায়তার আশ^াস প্রদান করেন। এছাড়াও সালোম-চার্চ অব বাংলাদেশকে স্ব স্ব ইউনিয়নে কুষ্ঠ সংক্রান্ত কার্যক্রমে সহায়তা প্রদানেরও আশ^াস দেন।

কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা করেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার মাসুমা পারভীন ও প্রজেক্ট অফিসার জনাব সব্যসাচী সিনহা।