বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার দে’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া

0
214


শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার দে (৬৮) আমাদের মাঝে আর নেই। তিনি শনিবার রাত পৌণে ৯টার সময় ৬৮ বছর বয়সে কিডনী রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে পরলোক গমন করেন। সে চরমধুয়া গ্রামের স্বর্গীয় সুরেন্দ্র চন্দ্র দে’র ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া, বর্তমান ঠিকানা শেরপুর জেলা শহরের রাজবল্লভপুর এলাকা।

বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার দে মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ২০ ডিসেম্বর রবিবার দুপুরে শেরপুর পৌর শেরী মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার দে’র অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর আগে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আলাদা ভাবে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

গার্ড অব অনার প্রদান করার সময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোকতাদিরুল ইসলাম, এনডিসি সাদিক আল সাফিন, বাংলাদেশ মুক্তিযাদ্ধা সংসদ শেরপুর জেলা কামান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরুসহ জেলা-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মরহুমের পরিবার-পরিজনরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন মহলের উর্ধ্বতনরা বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার দে’র মৃত্যুতে আলাদাভাবে শোক প্রকাশসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।