বিপ্লব সাইফুল’র কবিতা

0
135

স্বীকারোক্তি

 

ঠোঁটের ভেতর তোমাকে ভরে নেই
কিসমিস দানার মতো।
তোমার স্তন এবং নাভিতে তখন
লাফিয়ে ওঠে আড়িয়াল বিলের শিং কৈ।

মাংসের শাবলে বেজে ওঠো দূরন্ত সানাই।

সহস্র নদী সাঁতরে–
তোমার গাঙে আমি বিস্মিত সাঁতারু;
জলের বিছানায় আশ্চর্য আপেলের ঢেউ!

বিপ্লব বিপ্লব সিম্ফনিতে ভেঙে গেলে
আমি যাকে আবিস্কার করি
সে তুমি নও
মূলত সিদ্ধ হওয়া তোমারই ফুপু!

আমি মনোবিজ্ঞান বুঝি না
অথচ জানি এটাও আসলে এক মনের ঘোর।
কিছু কিছু ঘোরও গভীরে ঘাই মারে!
নৈতিকতার দেয়াল ভেঙে–
মাথা তোলে নিষিদ্ধ সম্পর্ক।
পৃথিবীতে সম্পর্ক এক আজব শব্দ!

এটা একটা মার্জনাহীন স্বীকারোক্তির কবিতা
সঙ্গমকালে তুমি এবং তোমার ফুপু–
দুজনেই আমার প্রেমিকা!