বিনামূল্যে বায়ার ক্রপসায়েন্সের ধানের বীজ পেলেন ৩৩৩ জন প্রান্তিক কৃষক

0
257


মোঃ ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার

“বাংলাদেশের প্রান্তিক কৃষকদের ধান চাষে আগ্রহ ও ফলন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে কুমিল্লার দেবিদ্বারে ৩৩৩ জন প্রান্তিক কৃষকের মাঝে ৩ কেজি করে উচ্চফলনশীল হাইব্রিড-৫ অ্যারাইজ তেজ গোল্ড জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে বায়ার ক্রপসায়েন্স এর আয়োজনে ও দেবিদ্বার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহয়োগীতায় উপজেলা পরিষদ হল রুমে বিনামূল্যে এসব ধানের বীজ বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও রাকিব হাসান।
দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উত্তম কুমার কবিরাজ এর সভাপতিত্বে ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডে’র মার্কেট ডেভলাপমেন্ট অফিসার সায়েকুল হক এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়ার ক্রপসায়েন্স লিমিটেডে’র কুমিল্লার রিজিওনাল ম্যানেজার ও কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সমাপ্রসারন অফিসার মোঃ তাজুল ইসলাম উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ ও কৃষক-কৃষানী সহ অরো আনেকে।
প্রধান অতিথি ইউ এনও রাকিব হাসান বলেন, করোনা ভাইরাসের কারণে যেন দেশে কোনো ধরনের খাদ্য সংকট দেখা না দেয়, সেই লক্ষে উন্নত মানের হাইব্রিড জাতের ধান চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে। সেজন্য উচ্চফলনশীল হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধি করতে “বায়ার ক্রপসায়েন্স লিমিটেড” বাংলাদেশের পক্ষ থেকে এই বীজ বিনামূল্যে আপনাদের দেওয়া হচ্ছে। আপনারা কৃষি কর্মকর্তাদের পরামশর্ নিয়ে সঠিক সময়ে চাষাবাদ করবেন।
দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ উত্তম কুমার কবিরাজ বলেণ, বোরো মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে মানসম্পন্ন বীজের চারা আবাদ করতে হবে। এক্ষেত্রে আমি মনে করি বায়ার এর উচ্চফলনশীল হাইব্রিড হাইব্রিড-৫ অ্যারাইজ তেজ গোল্ড জাতের ধানের বীজ চাষাবাদে প্রতি শতকে ১মণ করে ফলন হবে।