বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সরকারের উন্নয়ন তুলে ধরে সরিষাবাড়িতে মোটরবাইক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

0
97


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

সারা দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে এবং বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে জামালপুরের সরিষাবাড়ীতে মোটরবাইক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জামালপুর চার সরিষাবাড়ী আসনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী জননন্দিত নেতা অধ্যক্ষ আব্দুর রশিদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার শেষ ইউনিয়ন পিংনা থেকে মোটর বাইক শোভাযাত্রাটি বের হয়ে দীর্ঘ 22 কিলোমিটার সড়ক পথ অতিক্রম করে ভাটারা ইউনিয়নে ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হন।

সমাবেশে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী তেজগাঁও আওয়ামীলীগের সভাপতি ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দিনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি জননেত্রী শেখ হাসিনার প্রতি সরিষাবাড়ির উন্নয়নে আগামীদিনে জনপ্রিয় এবং জননন্দিত ব্যক্তিকে মনোনয়ন দিয়ে সরিষাবাড়ীর জনগণের আশা প্রত্যাশার বাস্তবায়ন ঘটাবেন এ আশা ব্যক্ত করেন । তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা তার তীক্ষ্ণ মেধা শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে অবশ্যই একজন জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দিবেন এবং যাকে মনোনয়ন দিবেন তার হয়েই মাঠে কাজ করার জন্য সকলের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সাথে বাংলাদেশে ত্রাসের রাজনীতি কায়েমকারী বিএনপি ও জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রতিহত করার জন্য সকল নেতাকর্মী সমর্থককে এক যুগে এক হয়ে কাজ করার আহ্বান জানান ।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরিষাবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ সরোয়ার জাহান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও তেজগা কলেজের অধ্যক্ষ ডক্টর হারুন অর রশিদ, সরিষাবাড়ী পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি ,সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য দেন এবং জনপ্রিয় নেতা মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ার দাবি জানান। এ কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, সরিষাবাড়ীর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক এবং সরিষাবাড়ির বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।