বশেমুরবিপ্রবি’র ৪৯টি কম্পিউটার চুরি মামলার মূল হোতা গ্রেফতার

6
295

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ৪৯টি কম্পিউটার চুরি মামলার মূল হোতা পলাশ শরীফকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০ টায় অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয়ে এক সংবাদ-সম্মেলনে পুলিশ তাকে হাজির করে। পুলিশ জানিয়েছে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাদারীপুরের টেকেরহাট বাস-স্ট্যান্ড এলাকা থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহন থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গতবছর ২৬ জুলাই গভীর রাতে বিশ^বিদ্যালয়ের লাইব্রেরী থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় ১০ আগস্ট গোপালগঞ্জ থানায় একটি মামলা (নং-২০) দায়ের করা হয়। পরে ১৪ আগস্ট ঢাকা, গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪টি কম্পিউটারসহ ৭ জনকে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়। এর আগেই কম্পিউটার চুরিতে ব্যবহৃত ট্রাকসহ চালককে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরি মামলার মূল হোতা পলাশ শরীফের বিরুদ্ধে ইতিপূর্বে ২০১৫ সালে একটি অপহরণ ও মাদারীপুর সদর থানায় ২০১২ সালে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

গোপালগঞ্জ থানার এস আই মিজানুর রহমান জানিয়েছেন, সংবাদ-সম্মেলন শেষে পলাশ শরীফকে আদালতে সোপর্দ করা হয়েছে।