বন্ধুসুন্দর পাল’র একগুচ্ছ কবিতা ।

0
128

ব্রহ্ম শিখরের ছাত্রী

 

  1. ১.

হে ব্রহ্ম শিখরের ছাত্রী, হাইস্কুল পাশ করে এসো
তোমাকে নাগরদোলায় বসিয়ে দেখাব
কীভাবে হাফটিফিনের আগে তোমার স্কুলব্যাগ থেকে টিফিন চুরি হয়ে যেত

২.

মনিটরের কে বন্ধু ছিল ক্লাসে ?
কেউ না ! সাবাই বাথরুমের নাম করে কুলের আচার খেতে যেত
নালিশের খাতায় কত যে প্রিয়বন্ধুর নাম লিখে রাখতে

৩.

অতটা মুখের ভাঁজ
ঠিক যেন অঙ্কদিদিমনি
এত হিসেবের ঘরে
তবু তুমি মাথায় মাথায় অঙ্কে ত্রিশ পেতে

৪.

নাগরদোলার উপর থেকে দ্যাখো
জীবন কীভাবে ঘুরছে
তুমিও একটুও ভয় না পেয়েই
আমার হাত চেপে ধরলে

৫.

এখনও তোমার শাসন থেকে মুক্তি পাইনি !

তুমি কি সত্যিই ভেবেছিলে ? আজও ভয় করি !
নাকি, ব্রহ্ম শিখরের উপর থেকে ঠেলে ফেলে দিয়ে যত প্রিয়বন্ধুদের অস্থি গঙ্গায় ভাসিয়ে দেব বলে !