ফেরিহা ইসলাম এর কবিতা

0
258


হেমলক চরিত্র
-ফেরিহা ইসলাম

আমার নাকে গলন্ত
মগজ জমে আছে
আমি শ্বাস নিতে পারছি না।
আমার মাথার ভেতর সৌরজগৎ
হেমলক চরিত্র আমার।
আমার চোখে ফুটপাতের হতদরিদ্র
বুকে ক্ষুধা
দশ দশটি চাহিদা
হেমলক চরিত্র আমার।
আমার দুহাতে অন‍্যায়
দুবাহুতে বিশ্ব
আমি প্রতিবাদ করতে পারছি না
হেমলক চরিত্র আমার।
আমার গলায় বোয়াল কাটা
হৃদয়ে চিৎকার
মুখ দিয়ে শব্দ বেরোয় না
হেমলক চরিত্র আমার।
আমার পায়ের তলায় অট্টালিকা
আঙ্গুলের ফাকে ফাকে
খাজনা
তবু আমি হাটছি,
হেমলক চরিত্র আমার।
আমার কানে ঘড়ির টিক টিক শব্দ
ধর্ষিতার চিৎকার
আমি বিচার করছি না
বিচার পাইনি
হেমলক চরিত্র আমার।
আমার কাপড়ে বারুদের গন্ধ
তিনবার যুদ্ধে গিয়ে
শহীদ হয়েছি আমি
আমার মিনার হয়নি
হেমলক চরিত্র আমার।
আমি রক্ত মাংসে চেপে বিশ্ব
ঘুরেছি
হেমলক আমার বিশ।