ফেনীতে ওসিসহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

0
266


জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে ক্রসফায়ারে হত্যার চেষ্টা ও ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে ছাগলনাইয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদসহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে মো. গিয়াস উদ্দিন দুলাল নামে এক ব্যক্তি মামলা করেন। এতে ১৩ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে ১১ জন পুলিশ সদস্য এবং বাকি দুজন পুলিশের সোর্স।
বাদী পক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নান্নু জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে দিয়ে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে।
মামলার বিবাদীরা হচ্ছেন- ছাগলনাইয়া থানার সাবেক ওসি বর্তমানে ডিএমপির কমিশনারের কার্যলয়ে কর্মরত এমএম মোর্শেদ, ছাগলনাইয়া থানার সাবেক এসআই বর্তমানে রাঙ্গামটি জেলার বিলামইছড়ি থানায় কর্মরত শহীদুল ইসলাম, একই থানার সাবেক এসআই বর্তমানে চট্টগ্রামের খুলশী থানায় কর্মরত দেলোয়ার হোসেন ও এসআই খোরশেদ আলম এবং এএসআই ফিরোজ আলম। বর্তমানে সোনাগাজী থানায় কর্মরত এএসআই মাহবুবুল আলম সরকার। জেলা পুলিশ সুপার কার্যলয় কর্মরত কনস্টেবল সুকান্ত বড়ুয়া ও মাঈন উদ্দিন। ছাগলনাইয়া থানায় কর্মরত কনস্টেবল মো. নূরুল আমীন, কনস্টেবল নুরুল আমীন ও কনস্টেবল সিরাজুল ইসলাম।