প্লাবন রায়’র কবিতা।

0
154

তুমিময় এ হৃদয় দপ্তর

 

আপাতত হৃদয়ে তুমি ছাড়া কোনো দপ্তর নেই।
চারদিকে মশাল জ্বলে,আন্দোলন হয়,
কত মোমবাতি গলে ক্ষয়ে যায়।
তবু তোমার দপ্তর পালটানো হয়নি আমার।
আমি রোজ কাজের বাহানায়
তোমার কাছে ছুটে যাই,
আর একটু ছুঁয়ে দেখবো ভেবে
কতবার কতকিছুই না হতে চাই।
কখনো রোদ্দুর হতে চাই,
বৃষ্টি হতে চাই,
পবন হতে চাই,
কখনো ইচ্ছে হয় অণুজীব হয়ে
তোমার সাথে জড়িয়ে থাকি তোমার অজান্তেই।
তুমি হেসে উচ্ছ্বসিত হও যখন,
আমি দূর থেকে তাকিয়ে রই আকাশের দিকে।
মনে হয় আকাশ হয়ে যাই,
আকাশটারও কতো ভাগ্য
সারাক্ষণ তোমায় দেখতে পায়।
আমার আর এ দপ্তর পালটানো হয়না
চারিদিকে তুমি ময় ঘ্রাণ,
তুমি ময় এক শব্দ,
তুমিময় ঋতু-কাল,
তুমিময় সময়,
আমার আর দপ্তর পালটানো হয়না।