প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশের প্রতিটি এলাকায় পৌঁছে যাচ্ছে: সুবিদ আলী ভূইয়া এমপি

0
226

লিটন সরকার বাদল:

কুমিল্লার দাউদকান্দির চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন কুমিল্লা- ১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি ২০২১) দুপুরে চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভুঁইয়া এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশের প্রতিটি এলাকায় পৌঁছে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের অঙ্গিকার, গ্রাম হবে শহর। এ জন্য সারা দেশেই উন্নয়নের কাজ হচ্ছে। করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত আছে।

চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এফ এম মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মাহমুদা ভুঁইয়া, দানবীর এফ এম ফজলুল হক সাহেবের দ্বিতীয় ছেলে এফ এম আবদুর রব সাহেবের বড় মেয়ে তাসনিম আহমেদ, দানবীর এফ এম ফজলুল হকের চর্তুথ ছেলে এফ এম আখতারুজ্জামান মাস্টার, সুন্দলপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, গোয়ালমারি ইউনিয়নের চেয়ারম্যান নূর-এ- আলম ভুঁইয়া বুলু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুলবুল আহমেদ, সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম লিপু মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন, দাতা সদস্য মামুন তালুকদার, অভিভাবক সদস্যরাসহ শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাপ্তি বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মোহনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টর সাংবাদিক এফ এম মুশফিকুর রহমান বলেন, শুধু স্কুল কলেজই নয়, দাউদকান্দি-মেঘনার উন্নয়নে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া অবদান বলে শেষ করা যাবে না। টানা তিনবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থায় নৌকা প্রতীক নিয়ে জেনারেল ভুঁইয়া কুমিল্লা-১ আসনকে আধুনিক অঞ্চলে পরিণত করেছেন।