প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত কাজিপুরের চালিতাডাঙ্গা ইউপির হতদরিদ্ররা

0
212



টি এম কামাল সিরাজগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রান ও দুর্যোগ পুনর্বাসন মন্ত্রালয়ের বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের ১৫ শ হতদরিদ্র পরিবার ৪৫০ টাকা হারে নগদ পেয়েছে।

মঙ্গলবার ৪ মে দিনভর ইউনিয়ন পরিষদ থেকে এ টাকা বিতরণ করা হয়। সুবিধাভোগী সাতকয়া গ্ৰামের হতদরিদ্র পরিবারের ৭০ বছর বয়সী জাহানারা জানায় গরিব হলেও ঈদে বারতি খরচ আছে। টাকা পেয়ে খুুুব উপকার হয়েছে।

মাথাইল চাপড় গ্ৰামের আনোয়ারা খাতুন (৬৫) বলেন, সেমাই সুজি কিনে নাস্তা রান্না করে নাতিপুতি নিয়ে ঈদের দিন খাব।

হাজড়াহাটি গ্ৰামের বিধবা জহেরা বেওয়া জানায়, ঝিয়ের কাজ করে সংসার চালায়। ছোট মেয়েটাকে একটা জামা কিনে দিতে হবে।

চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল জানান, সরকারি সকল বরাদ্দ সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে তাঁর পরিষদ দৃষ্টান্ত হতে পারে। হতদরিদ্র, অসহায় ও অসচ্ছল পরিবারের জন্য সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিকভাবে বিভিন্ন সময় সাধ্যানুযায়ী সহায়তা করে থাকেন।

২০২০-২১ অর্থ বছরের পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নদী ভাঙ্গন, দুর্যোগক্রান্ত, দুঃস্থ ও অতিদরিদ্র পরিবার ও কোভিড-১৯ বিস্তার রোধে কর্মহীন হওয়া কাজিপুর উপজেলার ১৭ হাজার ৯ শত ৩৩ কার্ডের বিপরীতে ৮০ লক্ষ ৬৯ হাজার ৮ শত ৫০ টাকা বিতরণের নির্দেশনা রয়েছে।