পোগলদিঘা ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

0
171
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুর সরিষাবাডী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শনিবার দুপুরে ২০২২- ২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব রফিকুল  ইসলাম। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, পোগলদিঘা ইউনিয়ন পরিষদে সকল শ্রনীপেশার মানুষের অংশগ্রহণে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এ বাজেট স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।
এ সময় পোগলদিঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, স্থানীয় ব্যবসায়ী, ইউপি সদস্য, শিক্ষকসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
২০২২-২৩ ইং অর্থ বছরে উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন বাজেট ৩কোটি ৭৭লাখ ৮৫হাজার ৬৫০টাকা নির্ধারন করা হয়। যা গত অর্থ বছরের তুলনায় ১কোটি ৪৬লাখ ৭০হাজার ৬৫০টাকা বেশী।