পিরোজপুরে দুর্ঘটনা হ্রাসকল্পে গণসচেতনতামূলক সভা

0
265

পিরোজপুর প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে রোববার সকালে পিরোজপুর শহরের বঙ্গবন্ধু চত্তরে ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে ট্রাফিক আইন সচেতনতার লক্ষ্যে বাস চালক শ্রমিক, মটর সাইকেল চালক রেন্ট-এ কার চালকদের সাথে গণসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান।

সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসকাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সাংবাদিক এসএম পারভেজ, প্রেসকাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হালদার, সদর থানা ওসি নুরুল ইসলাম বাদল, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হান্নান শেখ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, যানবাহনের চালক ও মালিকদের এবার আরও সতর্ক হওয়ার সময় এসেছে। বেশির ভাগ গাড়িচালক ও পথচারী ট্রাফিক আইন মানতে চান না।

ওভারটেক করার প্রবণতা ও অতিরিক্ত গতির কারণে দেশে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য চালক-পথচারীসহ সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। সভায় বক্তারা দুর্ঘটনা রোধ, চালকদের লাইসেন্স ও চালকদের প্রশিক্ষণ নিয়ে সড়কে চলাচলের জন্য ট্রাফিক আইন মেনে চলার জন্য গুরুত্বারপ করেন।