পিংনাতে নৌকার মাঝি হতে চান আলহাজ নজরুল ইসলাম

0
276
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন পরিষদে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে নৌকার মাঝি হতে চান পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নজরুল ইসলাম।
ইতোমধ্যে তিনি উপজেলার পিংনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মধ্যে ঐক্য ও সুদৃঢ় হচ্ছে বলে জানান ভোটাররা।
নজরুল ইসলামকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার জন্য চলছে গণসংযোগ। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সব শ্রেণিপেশার মানুষ একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছেন মতবিনিময় সভা।  এ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তার পক্ষে মাঠে কাজ করছেন।
আলহাজ নজরুল ইসলাম পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং দীর্ঘ ১৫ বছর যাবৎ পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে জনকল্যাণ মুলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি সাবেক স্কুল শিক্ষক মরহুম তৈয়ব আলীর ছেলে।
পিংনা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। তিনি আরো বলেন, মাঠে একট্রা হচ্ছে এলাকাবাসী। আসন্ন নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কাজ করছেন দলীয় সকল নেতৃবৃন্দ ইউনিয়নের বিশিষ্টজন ও সাধারণ ভোটাররা। বৈশ্বিক করোনা মহামারিতে ব্যক্তি উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ ও স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি।
তিনি বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেবেন এটাই প্রত্যাশা করছি। আমি নির্বাচিত হয়ে সরিষাবাড়ীর মধ্যে পিংনা ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করবো। অত্র ইউনিয়ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্য বিবাহ ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ে তুলবেন বলে এই প্রতিবেদককে তিনি জানান।