পাবলিক ইউনির্ভাসিটি স্টুডেন্টদের “হ্যালো সরিষাবাড়ী” মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
208


সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে পাবলিক ইউনির্ভাসিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সরিষাবাড়ী (পুসাস) এর আয়োজনে ”হ্যালো সরিষাবাড়ী” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাতে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনটির কার্যক্রম গতিশীলতা, নিজেদের মাঝে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষে “হ্যালো সরিষাবাড়ী” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মুরাদ হাসান এমপি।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম জয় এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাতীয় কবি কাজী নজরূল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল লতিফ, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা যুব লীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের অন্যান্য সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ এলাকাভিত্তিক শিক্ষাব্যবস্থা, যোগাযোগ, উন্নয়ন, ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবসহ পরামর্শ মুলক বক্তব্য দেন।