পাওনা টাকা আদায়ে আদালতের দ্বারস্থ হওয়ায় যুবককে কুপিয়ে যখম করলো দেনাদার, সহযোগীরা

0
125

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে পাওনা টাকা আদায় করতে বার বার সালিশ বৈঠক করেও কোনো ফল না পেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হওয়ায় ১৩ অক্টোবর রাতে শহরের ব্যাংক পাড়াস্থ ভাড়া বাসার সামনে থেকে নাজমুল ইসলাম নাঈম (৩০) নামের এক যুবককে কুপিয়ে মারাতœক আহত করেছে দেনাদার আলতাফ ও তার শ্যালক রিপন সহ অজ্ঞাতনামা ৩/৪ জন দোসর।

এ বিষয়ে আহত নাজমুলের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। মামলা নং- ২২, তারিখ- ১৪/১০.২০২১।

মামলা ও আহতের পরিবার সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলা শহরের কবরস্থান এলাকার ভাড়াটে বাসিন্দা আব্দুর রহমান মোল্লার ছেলে মো. আলতাফ হোসেন ১২ লক্ষ টাকা চুক্তিতে ৪ লক্ষ টাকা বেতনে কানাডায় নেওয়ার কথা বলে চলতি বছরের জানুয়ারী মাসে ৮ লক্ষ টাকা নেন রফিকুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম নাঈমের নিকট থেকে। টাকা নেওয়ার পর থেকে বিদেশে নেয়া নিয়ে তালবাহানা করতে থাকে আলতাফ। আলতাফের উদ্দেশ্য বুঝতে পেরে নাজমুল বারবার টাকা ফেরত চাইতে থাকে আলতাফের কাছে, কিন্তু টাকা পায় না নাজমুল। এ নিয়ে একাধিক সালিশ বৈঠকের পর ভুক্তভোগী নাজমুল নিরুপায় হয়ে গোপালগঞ্জ সদর বিজ্ঞ আমলী আদালতে আলতাফ হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং গোপাঃ সি.আর ৮৩৪/২১।

মামলায় বিজ্ঞ আদালত আলতাফ হোসেনকে জেলহাজতে প্রেরণ করেন। পরবর্তীতে, আপোষ-মিমাংসার শর্তে গত ৬ অক্টোবর জামিন জান আলতাফ হোসেন। গত ১৪ অক্টোবর গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভা কক্ষে এ বিষয়ে আপোষ-মীমাংসার দিন ধার্য্য ছিলো। কিন্তু ১৩ অক্টোবর রাতে আলতাফ হোসেন ও তার শ্যালক রিপন সহ আরো অজ্ঞাত ৩/৪ জন নাজমুলকে একা পেয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। নাজমুলের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়া হয়েছে।

অপরদিকে, বিষয়টি ভিন্নদিকে প্রবাহিত করতে অভিযুক্ত আলতাফ হোসেনের স্ত্রী ও তার আত্মীয়-স্বজনেরা বাদী পক্ষের বিরূদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ উঠেছে।