পরিত্যক্ত জেটিতে ঘটছে দূর্ঘটনা: নতুন জেটি নিমার্ণের দাবী স্থানীয়দের

0
280

মোহাম্মদ মিজানুর রহমান, কুতুবদিয়া থেকে

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের গুরুত্বপূর্ণ আজম সড়ক। এ সড়কের সংযুক্ত উত্তর ধূরুং ইউনিয়নে আকবর বলী জেটিঘাট। দ্বীপের ৫টি জেটিঘাট থাকলেও মালামাল উঠানামা করার মতো নেই কোন ঘাট। বিগত ২০ বছর আগে নির্মিত হয়েছিল পরিত্যক্ত অর্ধনির্মিত জেটিঘাটটি । অপরিকল্পিত জেটি নির্মাণ কাজ করার ফলে চলমান কাজের মাঝপথে বাতিল করতে হয় কাজটি। এ পরিত্যক্ত জেটিটির বিকল্প হিসেবে কাঠের তৈরী সরু জেটি দিয়ে মানুষ উঠা-নামা করতেও সমস্যায় পড়তে হয়। ভাটার সময় এই জেটি দিয়ে চলাচল করা অনেকটা দুরুহ হয়ে দাঁড়িয়েছে। কোন রোগী আনা নেওয়া করতে মরাত্মক সমস্যা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের জন্য জেটিঘাটে নেই কোন সুযোগ সুবিধা, শুধুমাত্র বাঁশ-কাঠের তৈরি সরু জেটির উপর নির্ভর করতে হচ্ছে। তবে এসব জেটির কাঠ কিংবা বাঁশ কোনটিই ঠিকঠাক ভাবে থাকেনা। যেকারণে নতুন নতুন বিড়ম্বনার দৃশ্য অহরহ দেখা যাচ্ছে। জেটি ঘাটটির কারণে পুরো উপজেলা এখন অন্ধকার। তাই অতিশীঘ্রই পরিত্যক্ত জেটিটি ভেঙ্গে, নতুন জেটি নিমার্ণের দাবী স্থানীয়দের।