নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর একশত ছবির প্রদর্শনী

5
317

নিউ ইয়র্ক থেকে মাইন উদ্দিন আহমেদঃ

স্বাধীন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রখ্যাত প্রকাশনা সংস্থা ‘মুক্তধারা’ নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে একশত দুর্লভ ছবির এক আকর্ষনীয় প্রদর্শনী শুরু করেছে ৭ই মার্চ যেটি চলবে ৩১ মার্চ পর্যন্ত।

নিউ ইয়র্ক মুক্তধারার প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার সীমাহীন প্রত্যাশা, আগ্রহ ও প্রচেষ্টায় আয়োজিত এ প্রদর্শনী এরই মধ্যে খুবই প্রশংসিত হয়েছে। বিভিন্ন আলোকচিত্রীর বিভিন্ন সময়ে তোলা একশত ছবির সবগুলোর সাথে সম্পর্কিত তথ্যাদি লিখে দেয়া হয়েছে। জ্যাকসন হাইটে আইএসপি ভবনের দোতলায় বড় দুটো কক্ষে আয়োজিত এ ছবি প্রদর্শনী এরই মধ্যে দর্শকদের ক্রমাগত বর্ধিত সংখ্যায় আকর্ষন করতে শুরু করেছে।

প্রদর্শনীতে সার্বক্ষণিক সেবা দিচ্ছেন যাঁরা তাঁরা হলেন ডাঃ জিয়াউদ্দীন আহমেদ সমন্বয়ক হিসেবে, কিউরেটরের দায়িত্ত্ব পালন করছেন ডঃ ওবায়দুল্লাহ মামুন, টেকনিক্যাল দিকগুলো দেখছেন মুরাদ আকাশ ও শুভ রায়। সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে রয়েছেন বিশ্বজিত সাহা।

একজন সংগ্রামী রাজনীতিবিদের নির্মিতি থেকে শুরু করে একজন বিশ্বজনীন দৃষ্টি আকর্ষণকারী রাষ্ট্রনায়কে পরিনত হওয়া পর্যন্ত বিভিন্ন স্তরের দৃষ্টিনন্দন সব ছবি দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। ছবিগুলো দেখার পর একজন দর্শক স্বীয় অবয়বে তৃপ্ত এবং গর্বিত এক অভিব্যক্তি লাভ করেন। প্রদর্শনীর ছবি তুলেছেন সাংবাদিক আকবর হায়দার কিরন।