নানা আয়োজনে গোপালগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত

0
89

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ, আলোচনা সভা প্রভৃতি নানাবিধ কর্মসূচীর মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশদ্বারে অবস্থিত শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পুস্পস্তবক অর্পণ শেষে এশিয়ান নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে বিভিন্ন জাতের ফলজ ও ভেষজ বৃক্ষের ২’শ চারা বিতরণ করা হয়।

এসময় জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: উসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: ইকবাল হোসেন, ডিডিএলজি আরিফুল ইসলাম, এনডিসি মোহসিন উদ্দিন, গোপালগঞ্জ সমাজসেবার উপ পরিচালক মো: মিজানুর রহমান, সদর যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ, এশিয়ান নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী পোর্শিয়া সুলতানা, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন গোপালগঞ্জ বন্ধু মহল সহ বিভিন্ন সামাজিক – স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ কামালের জীবনী নির্ভর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।