নাগরপুরে বিশ্বনবীর অবমাননায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

1
1497
মোঃ এরশাদ, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রিয় রাসুল বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সা.) এর এবং তাঁর অনুসারীদের প্রতি যে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে বিশ্বের  সব দেশের মুসলমানদের ন্যায় বাংলাদেশের মুসলমানরাও প্রতিবাদ-বিক্ষোভে সোচ্চার। মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর) বাদজুমা নাগরপুর উপজেলা সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ ও তৌহিদী জনতা এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নাগরপুর সরকারি কলেজ চত্বর থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক ও উপজেলা চত্বর প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেট প্রঙ্গণে  দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ করা হয়। দোয়া পরিচালনা করেন নাগরপুর বাজার জামে মসজিদের খতিব মাও: রফিকুল ইসলাম রফিক। এতে বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ধর্মপ্রাণ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।