নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জে নানান প্রস্তুতি

0
206

টুঙ্গিপাড়া ও ওড়াকান্দিতে গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং প্রধান প্রকৌশলী

গোপালগঞ্জ থকেে মিজানুর রহমান মানিক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে গোপালগঞ্জ সফর করবেন। নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জে চলছে নানান প্রস্তুতি।

রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রালয়ের সচিব শহীদ উল্লা খোন্দকার ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার টুঙ্গিপাড়া এবং কাশিয়ানীর ওড়াকান্দি পরিদর্শন করে কাজের অগ্রগতি পযর্বেক্ষণ করেন।
এ সময় তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবন, লাইব্রেরী ভবন, বকুল তলা উন্মুক্ত মঞ্চসহ সমাধি সৌধ কমপ্লেক্সের শোভা বর্ধন এবং ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ওড়াকান্দিতে ঠাকুরবাড়ি হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড, হেলিপ্যাড থেকে যাওয়ার জন্য রাস্তা, বিশ্রামের জন্য বিশ্রামগার, বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। একই সাথে স্থানীয় কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।

টুঙ্গিপাড়া ও কাশিয়ানীর ওড়াকান্দির বিভিন্ন স্থান পরিদর্শণের সময় গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আবুল খায়ের, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, এলজিইডি, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক, জেলা আ’লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান সহ আরো অনেকে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রালয়ের সচিব শহীদ উল্লা খোন্দকার বলেন, আগামী ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এসব স্থান পরিদর্শনের কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা সকল বিভাগ সমন্বিত কাজ করে যাচ্ছি । ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত ঢাকাসহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হবে । বিশেষ করে নরেন্দ্র মোদী যেসব স্থানে যাবেন সেসব স্থান আমরা পরিদর্শণ করছি।