দাউদকান্দি পৌর নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
227

লিটন সরকার বাদল:

কুমিল্লার দাউদকান্দি পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আচরণবিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা সক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), বিজিবি কুমিল্লা-১০ অধিনায়ক লে. কর্ণেল মো: গোলাম ফজলে রাব্বী (পিএসসি), কুমিল্লা র্যাব-১১ কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুল সাবিক,কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দুলাল তালুকদার, কুমিল্লা এনএসআই যুগ্ম পরিচালক জিএম আলিম উদ্দিন, কুমিল্লা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো: মোস্তাক আহমেদ।

এসময় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুন নাহার, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

আগামী ১৪ ফেব্রুয়ারী দাউদকান্দি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আ’লীগ মনোনীত প্রার্থী নাইম ইউসুফ সেইন, বিএনপি প্রার্থী নূর মোহাম্মদ সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু মূসা।