দাউদকান্দি পৌরসভার উন্নয়নে বদলে যাচ্ছে অবকাঠামো দৃশ্যপট

0
159

লিটন সরকার বাদল, দাউদকান্দি:

দাউদকান্দি পৌরসভার সার্বিক চিত্র। উন্নয়নের ছোঁয়া লেগেছে পৌরসভার প্রতিটি পাড়া মহলস্নায়। আধুনিক ও উন্নত পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী ‘লীগের নেতা পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন।

২০১৭ সালের জুন মাসের প্রথমবারের মতো দাউদকান্দি পৌরসভার মেয়র নির্বাচিত হন তিনি। তিনি দায়িত্ব গ্রহণের পর পাল্টে যেতে থাকে অবহেলিত জনপদটির চিত্র। শুরু হয় ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ। একাধিক নতুন নতুন রাস্তাঘাট, পুল-কালভার্ট, পানি সরবরাহ, সড়কে বাতি, বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণসহ পৌরসভার প্রতিটি পাড়া মহল্লায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ডে বদলে যাচ্ছে অবকাঠামো দৃশ্যপট ।

বর্তমানে দাউদকান্দি পৌরসভার কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে। মেয়র নাঈম ইউসুফ সেইন গত ৫ বছরে শত কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড করেছেন দাউদকান্দি পৌর এলাকায়। যেমন দাউদকান্দি মডেল থানা থেকে বিশ্বরোড সড়ক, পাকাকরণসহ ড্রেন নির্মাণ বিদ্যুতায়ন লাইটিং, হাসানপুর কলেজ হতে দৌলতপুর বৌ বাজার পর্যন্ত পাকাকরণ সড়ক নির্মাণ, দাউদকান্দি বিশ্বরোডের ডাল্টার মেইল হইতে বাড়াগাঁও পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, টোলপস্নাজা থেকে দক্ষিণ সতান্দি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, উত্তর গাজীপুর পর্যন্ত রাস্তা মেরামত, দাউদকান্দি থেকে পশ্চিম মাইজপাড়া বলদাখাল পর্যন্ত রাস্তা ড্রেনসহ বর্ধিতকরণ। উত্তর সতান্দি শ্মশান ঘাটের রাস্তা নির্মাণ, দাউদকান্দি বাজারের পুরানো একাধিক রাস্তা সংস্কার কাজ ছাড়াও বাড়াগাঁও পানির পাম্প, বৌ বাজার দৌলতপুরে বড় দুটি সেতু নির্মাণ।

দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন বলেন,আমাদের মূল সমস্যা বেকারত্ব। বেকারত্ব্যের কারণে যুবসমাজ ধ্বংসের পথে পা বাড়ায়,নেশা করে। নেশার টাকা যোগান দিতে না পারলে বিপদগামী পথে তারা হাত দেয়। আমার লক্ষ এই বিশাল যুবসমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো। তাহলে মাদকসহ চুরি,ছিনতাই ও বিভিন্ন অপরাধ প্রবণতা ও অপকর্ম হ্রাস পাবে।

মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, আমার পৌরসভায় ৯ টি ওয়ার্ড রয়েছে পর্যায়ক্রমে অপরাধ দমন করতে প্রতিটি ওয়ার্ডকে সিসিটিভি’র আয়তায় নিয়ে আসবো।সেই পক্রিয়ায় আমি ইতিবাচক। উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার প্রতিটি ধূলিকণা ও জনগণ আমার আত্মার পরম আত্মীয় হয়ে মন মণিকোঠায় ঠাঁই নিয়েছে তাই পৌরবাসির কল্যাণে পৌরসভার অবকাঠামোগত সার্বিক উন্নয়ন করা আমার ধারাবাহিক রুটিনওয়ার্ক।

তিনি আরও বলেন, নেত্রীর হাত ধরে আমিও আমার এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি। আগামীর পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি যদি আগামী পছর উন্নয়নমূলক কাজ করি তাহলে কোনো কাজই অবিশিষ্ট থাকবে না, আমি আশা করি উন্নয়ন ও সৌন্দর্য্যে দাউদকান্দি পৌরসভা সারাদেশের রোল মডেল হবে।