দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ভাইরাল ভিডিও’র তথ্য মিথ্যা

424
1498

লিটন সরকার বাদল:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. শাহীনুর আলম সুমন ডিপ্লোমা মেডিকেল এ্যাসিস্টেন্ট থেকে অর্থ গ্রহণ করছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়।

আজ ৩ টায় উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভাইরাল হওয়া ভিডিওটির তথ্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণীত ও ষড়ষন্ত্রমুলক আখ্যায়িত করে ডা. শাহিনুর আলম সুমন বলেন, “মেডিকেল এ্যাসিস্টেন্টদের সাথে বিগত ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারী এবং ৩ থেকে ৫ মার্চ তিন দিন করে পৃথক ভাবে ছয় দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে।

ডিপ্লোমা মেডিকেল এ্যাসিস্টেন্টদের চিকিৎসার সীমাবদ্ধতা এবং করোনাকালে বিশেষ করণীয় বিষয় বস্তুর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান করতে তারা ৬০ জন চিকিৎসক একটি আর্থিক ফান্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে তুলে দেন। এসময় কেউ ষড়ষন্ত্রমূলক ভাবে গোপনে ভিডিওটি ধারণ করে তা ভিন্ন ভাবে উপস্থাপন করেছে।


তিনি আরও বলেন, এতে আমার বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে মনে করি।কারণ আমি দায়িত্ব থাকা অবস্থায় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশ সেরা মর্যাদা এনে দিয়েছি। এহেন কুরুচি ও হীনমানুষিকতার পরিচয় দিয়ে যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই অপপ্রচার করেছে-আমি দোষীদের শাস্তির দাবি করছি।”

সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অন্যান্য চিকিৎসরাসহ ডিপ্লোমা চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।