দাউদকান্দির মানবিক ঈদ বাজার থেকে ফ্রি পন্য নিলো ৫৫০ পরিবার

6
290

লিটন সরকার বাদল:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরসদরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ফ্রি মানবিক ঈদ বাজার অনুষ্ঠিত হয়েছে। এ বাজার থেকে ৫শত ৫০টি পরিবারের মাঝে ২২টি পন্য ও একটি পোষাক প্রতিজনকে দেয়া হয়েছে। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক দাউদকান্দির উদ্যোগে আজ বিকেলে পৌরসদরের বালুর মাঠে এ ফ্রী মানবিক বাজার অনুষ্ঠিত হয়।

বাজারে থেকে প্রতিজন সুবিধাভোগীকে চাউল, ডাউল, পোলাউর চাউল, আলু, চিনি, ময়দা, সাবান, নারিকেল, সেমাই, মশলা, কাপড়, তৈল, কোকাকোলা, নুডস, দুধ, ডিম, সবজি ও একটি করে মুরগী দেয়া হয়েছে।

মানবিক দাউদকান্দির সদস্য সচীব মোহাম্মদ রোবেল মোল্লা বলেন, আমরা সুবিধাবঞ্চিতদের জন্য আয়োজন করেছি ঈদ বাজার। তরুণরা স্বস্ব এলাকায় অনুরুপ কাজ করলে সমাজে আরো সুবিধা বঞ্চিত মানুষ থাকবে না। আসুন সকলে অসহায় মানুষের কল্যানে কাজ করি।

মানবিক দাউদকান্দি সংগঠনের, আহ্বায়ক কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন বলেন, সংগঠনের দেশী ও প্রবাসী সদস্য, স্থানীয় বিত্তবান ও পউপজেলা প্রশাসনের সহযোগিতায় মানবিক দাউদকান্দি আজকে পৌরসভার ৫শ ৫০টি পরিবারের মাঝে ফ্রী ঈদ বাজার থেকে প্রতিজনকে ১টি পোষাকসহ ২২টি পন্য দিয়েছি। আমরা এমন কাজ করতে পেরে আনন্দিত। যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের নিকট কৃতজ্ঞ। মানবিক দাউদকান্দি ভবিষ্যতেও সুবিধাবঞ্চিতদের পাশে থাকবে।