দাউদকান্দিতে ৪৭ টি দূর্গা পূজা মণ্ডপে জাগো হিন্দু পরিষদের শাড়ি প্রদান

0
142

লিটন সরকার বাদল:

শারৎ কালের আগমনে সাথে সাথে বেজে ওঠে দেবী দূর্গার আগমনী বার্তা। প্রতি বছর দূর্গা পূজায় জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার কিছু ভিন্ন আয়োজন থাকে, মদক মুক্ত সমাজ গড়ার কাম্পিং, অসহায় মানুষের মাঝে শাড়ি ও খাবার বিতরণ,অথবা বাল্যবিবাহ বন্ধের জন্য সচেতন মূলক কার্যক্রম করে থাকে এর ধারাবাহিকতায় জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার উদ্যোগে উপজেলার ৪৭ টি শারদীয় দূর্গা পূজা মণ্ডপে মায়ের পূজার জন্য শাড়ি বিতরণ করা হয়।

১১ অক্টোবর সোমবার রাতে দাউদকান্দি পৌর সদরের শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে শারদীয় দূর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু অশোক সাহার কাছে জাগো হিন্দু পরিষদের শাড়ি তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি -চান্দিনা সার্কেল এএসপি মোঃ জুয়েল রানা।

এসময় উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা শ্যামল চন্দ্র রায়, উপদেষ্টা রিপন দেবনাথ, উপদেষ্টা কৃষ্ণ ঘোষ লায়ন, জাগো হিন্দু পরিষদের সভাপতি নারায়ন বণিক, সাধারণ সম্পাদক তুষার ঘোষ সম্রাট, সহ সভাপতি সুশান্ত সাহা, সহ সভাপতি অসিম সরকার, সহ সাধারণ সম্পাদক অভিজিৎ কর্মকারসহ আরও অনেক।