দাউদকান্দিতে হাসপাতালে করোনা রোগীদের ইফতার করালেন মেজর মোহাম্মদ আলী (অব.)

0
111

লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার করিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

বিকেলে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট পরিদর্শন করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। পরে করোনা আক্রান্ত ও উপসর্গ বহনকারী রোগীদের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় সঙ্গে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফাবলিনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিনসহ আরও অনেক।

করোনা ইউনিট পরিদর্শনকালে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, শুধু উপজেলার জনপ্রতিনিধি হিসেবেই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নিতে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়েছি। এখানে যারা ভর্তি আছেন তারা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। আল্লাহর কাছে প্রার্থনা যে, তিনি যেন হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত আরোগ্য দান করেন।

এসময় তিনি আরো বলেন, আমি উপজেলার সকলকে সতর্ক করে বলছি, লকডাউন এ আপনারা সরকারি বিধি-নিষেধ মেনে চলুন, আপনাদের একটু ভুলের জন্য পরিবারের অন্যান্য সদস্যদের বিপদে ফেলবেন না।

তিনি বলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশের মধ্যে প্রথম উপজেলাভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করেন, যাতে রোগীরা জরুরি মুহূর্তে ঢাকা না গিয়ে দাউদকান্দিতে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন। এই সেবা চালু করার পর থেকে এখান থেকে আল্লাহর রহমতে অনেক করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।