দাউদকান্দিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

0
99

লিটন সরকার বাদল:

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের বড়-গোয়ালী গ্রামের চর-গোয়ালী খন্দকার নাজির উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ইউসুফ বুলবুল এর বাড়ী থেকে প্রায় ১২ কেজি ওজনের সনাতন ধর্মাবলম্বী দের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ৷

এলাকাবাসী সূত্রে জানা যায় সুন্দরপুর ইউনিয়নের চরগোয়ালীর খন্দকার নাজির উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ইউসুফ বুলবুল গত দেড় মাস যাবৎ প্রায় ১২ কেজি ওজনের বিষ্ণু কৃষ্ণকায় মূর্তিটি নিজের কাছে অবৈধভাবে রাখা চেষ্টা করে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায় আজ ২ আগস্ট একটি বিশেষ অভিযানে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এই বিষয়ে জানতে পেরে প্রাচীন মূর্তিটি ব্যাক্তি হেফাজত থেকে উদ্ধার করে দাউদকান্দি মডেল থানায় পুলিশ হেফাজতে নিয়ে আসে দাউদকান্দি থানা পুলিশ।

এই বিষয়ে দাউদকান্দি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি মোঃ জুয়েল রানা বলেন, প্রাচীন এই মূর্তিটি আমাদের দেশের প্রত্নসম্পদ। বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে এখন এটি দাউদকান্দি থানা পুলিশের হেফাজতে রয়েছে। ইতিমধ্যেই উপজেলা প্রশাসন মারফত প্রত্নতত্ত্ব অধিদপ্তর কে বিষয়টি জানানো হয়েছে। এর গুনাগুণ পর্যবেক্ষন ও ইতিহাস উদঘাটন করে তারা রক্ষণাবেক্ষণ সহ পরবর্তি পদক্ষেপ গ্রহন করবে।