দাউদকান্দিতে প্রধানমন্ত্রী’র গৃহায়ন প্রকল্পের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

0
107

লিটন সরকার বাদল, দাউদকান্দি:

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দাউদকান্দি উপজেলায় আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শণ করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

৫ মে বুধবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের বিটতলা, কলাকোপা, গৌরীপুরের আমিরাবাদ, দাউদকান্দি সদর উত্তরের গোলাগেরচরসহ বিভিন্ন প্রান্ত ঘুরে তিনি ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মান কাজ পরিদর্শণ ও নির্বাচিত ‘ক’ শ্রেণীর উপকারভোগী পরিবারের সাথে মতবিনিময় করে তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঘরগুলো বাস্তবায়নে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

এর আগে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ইলিয়টগঞ্জ এসে পৌছালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খান, মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান,” মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা জেলায় গৃহহীনের ১৬৯২ টি ঘর বরাদ্দ দিয়েছেন।দাউদকান্দি উপজেলায় ৯২ টি ঘর বরাদ্দ দিয়েছেন। ঘরগুলোর নির্মাণ কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়া ঐতিহ্যবাহী গোমতি নদীর নাব্যতা ফিরাতে কাজ করার কথাও জানান।”

গৃহহীনদের গুচ্ছগ্রামের ঘর পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব.), সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি সার্কল মোঃ জুয়েল রানা, ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, অফিসার-ইন-চার্জ মো.নজরুল ইসলাম,আব্দুস সালাম চেয়ারম্যান,মোঃ মাসুদ আলম চেয়ারম্যান, মঈন উদ্দিন চৌধুরী চেয়ারম্যান, জামাল চৌধুরী চেয়ারম্যান, উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, উপজেলা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা,উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, ঠিকাদার সিএম ফারুক,কাদির মেম্বার প্রমুখ।