দাউদকান্দিতে পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন তরুণ কাউন্সিলর প্রার্থী সাকিব

0
267

লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা:

দাউদকান্দিতে পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে শুক্রবার (১৫ জানুয়ারি) মনোনয়ন পত্র জমা দিয়েছেন তরুণ কাউন্সিলর প্রার্থী সাকিব আহমেদ ।

তরুণ কাউন্সিলর প্রার্থী সাকিব বলেন, “আমি যদি এবারের নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে আমার প্রথম লক্ষ্য এলাকা থেকে মাদককারবারীদের নির্বাসিত করে এলাকাকে মাদকমুক্ত রাখা। বাল্য বিবাহরোধে আমি সচেষ্ট থেকে কাজ করবো। মানুষের সুখে-দুঃখে পাশা থাকাই আমার লক্ষ্য।“

এলাকার তরুণ যুবকসহ বয়োজ্যেষ্ঠ মুরুব্বিরাও সাকিবের মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য উপজেলা এসেছেন। বলা যায়, এ হিসেবে সাকিব একটু পজিটিভ দিকে আছে। এটা তার জন্য বাড়তি সুবিধা।

৪ ওয়ার্ডের সকলের পছন্দের তালিকায় বিশেষ করে তরুণ ভোটারদের পছন্দের তালিকায় সাকিব এর জনপ্রিয়তা শীর্ষে।

তরুণদের কাছে খুব জনপ্রিয় একটি নাম ‘সাকিব’। তরুণরা চায় উন্নয়নের জন্য, এলাকা মাদকমুক্ত করার জন্য তরুণ যুবলীগ নেতা সাকিব এর কোনো বিকল্প নাই।

এবারের নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী থাকলেও তিনি মোটামুটি সুবিধাজনক অবস্থানে আছে।