দক্ষতা উন্নয়নের জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত হলো আইডিইবি স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ড

0
415

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২২:

দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনায় অনলাইন মনিটরিং, মেন্টরিং এবং রিয়েলটাইম ডাটার ভিত্তিতে প্রশিক্ষণ ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রণয়নের পরিপূর্ণ ডাটাবেজ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে দক্ষতা উন্নয়নের জাতীয় প্ল্যাটফর্ম নাইস৩-তে এবার যুক্ত হলো আইডিইবি স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ড। ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (নাইস৩) ডাটা প্ল্যাটফর্মের আওতায় ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে। এটুআই এবং আইডিইবি-এর যৌথ আয়োজনে সোমবার রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম, পিএএ। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব ড. মোঃ ওমর ফারুক, এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং ইউএনডিপি বাংলাদেশ-এর সহকারী আবাসিক প্রতিনিধি জনাব সরদার এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আইডিইবি-এর প্রেসিডেন্ট এ কে এম এ হামিদ।

সরকারের ২৩টি মন্ত্রণালয়ের আওতাভূক্ত ৩২টি অধিদপ্তর এবং ৪২টি প্রাইভেট অ্যাসোসিয়েশনের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের কাজে সম্পৃক্ত দপ্তরসমূহের কার্যক্রমসমূহ অনলাইনে মনিটরিং, মেন্টরিং, সমন্বয় করা এবং চাকুরিপ্রত্যাশী যুবক, শিল্প-প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে ম্যাচমেকিং, রিয়েলটাইম ডাটার ভিত্তিতে পরিকল্পনা ও পলিসিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এটুআই-এর ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (NISE3) প্ল্যাটফর্মে যুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নাইস৩ প্ল্যাটফর্মে সংযুক্ত হলো আইডিইবি স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ড।

ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর দক্ষতা উন্নয়ন ড্যাশবোর্ডের আওতায় ১২টি মডিউল রয়েছে। এই ড্যাশবোর্ড থেকে সহজেই আইডিইবি’র স্কিল সেন্টার ম্যানেজমেন্ট, ব্যাচ/প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ডাটাবেজ অব অ্যাপ্লিকেন্টস, ফিডব্যাক ম্যানেজমেন্ট, কোর্স ম্যানেজমেন্ট, অনলাইন পেমেন্ট, প্রোগ্রাম মনিটরিং, ক্যালেন্ডার ম্যানেজমেন্ট, এনরোলমেন্ট ম্যানেজমেন্ট, গ্যালারি ম্যানেজমেন্ট ও নোটিশ ম্যানেজমেন্ট করা যাবে। সেই সাথে, আইডিইবি স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ডের হালনাগাদ তথ্য প্রতিষ্ঠানটির দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।