তাড়াইলে বিষাক্ত পটকা মাছ খেয়ে ৪ জন অসুস্থ

435
1526

মো.সুমন মিয়া, তাড়াইল (কিশোরগঞ্জ) থেকে

কিশোরগঞ্জের তাড়াইলে বিষাক্ত পটকা মাছ খেয়ে দুই পরিবারের ৪ জন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

জানা গেছে,১৫ নভেম্বর রবিবার দুপুরে  তাড়াইল বাজার থেকে বিষাক্ত পটকা মাছ ক্রয় করে বাড়িতে  নিয়ে যান সাচাইল গ্রামের আলতু মিয়া ও হাবিবুর রহমান।ওই পটকা মাছ গুলো রান্নাবান্না করে খাওয়ার পর দুই পরিবারের চার সদস্য আলতু মিয়া (৫৫), তার স্ত্রী তহুরা আক্তার ( ৪৫), হাবিবুর রহমান(৫০) তার ছেলে আলমগীর হোসেন(২৬) অসুস্থতা বোধ করলে তারা রবিবার রাত ৮ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসেন চিকিৎসা নেয়ার জন্য।

তাদের অবস্থা বেগতি দেখে কর্তব্যরত  চিকিৎসক তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.আলমাছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষাক্ত পটকা মাছ খেয়ে চার জন অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন চিকিৎসা নেয়ার জন্য।

অসুস্থ  চার জনের দাত জ্বিন জ্বিন, মাথা ঘুরছিল, হাত পা অবস হয়ে যাচ্ছিল।তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়।

তিনি আরো জানান,পটকা মাছের বিষক্রিয়ায় (Tetradotoxin)আক্রান্ত হয়েছেন।এ মাছের বিষাক্ততার মাত্রা এতই বেশি যে, একটি মাছের বিষ থেকে ৩০ জনের মৃত্যু হতে পারে। তবে তাদেরকে চিকিৎসা দেয়ার পর আজ সোমবার বিকেল পর্যন্ত তারা চার জনেই সুস্থ আছেন।