ডিসির নির্দেশে গোপালগঞ্জে কর্মহীনদের হোম সার্ভিসের মাধ্যমে ত্রাণ বিতরণ

0
206

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার নির্দেশে মরণঘাতী কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে সরকার নির্দেশিত চলমান লকডাউনে সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কর্মহীন ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে হোম সার্ভিসের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আলাউদ্দিন জানান, চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া নাপিত, রিক্সা/ভ্যান শ্রমিক, দিনমজুর প্রভৃতি শ্রেণি পেশার মানুষের মাঝে পরিবার পরিচিতি কার্ডের “এ” ও “বি” ক্যাটাগরির পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ট্যাগ অফিসারদের মাধ্যমে রেড ক্রিসেন্টের সদস্যদের সহায়তায় গত সপ্তাহে ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৯৮২ এবং শনিবার ও রবিবার ২১টি ইউনিয়নের ৮০০ পরিবারের মাঝে হোম সার্ভিসের মাধ্যমে মোট ১৭৮২ বস্তা চাল বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান বলেন, মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ পর্যন্ত মোট ১৭’শ ৮২ বস্তা চাউল বিতরণ করা হয়েছে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এজাতীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মরণঘাতী কোভিড – ১৯ মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। সেজন্যই নিজেদের নিরাপত্তার স্বার্থে আমাদেরকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।