টাঙ্গাইলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

0
138
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন কুমার সরকার শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন। ছবিঃ ডেইলিনিউসান

ডেইলিনিউসান ডেস্কঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন জামুরিয়া ও দিঘলকান্দি ইউনিয়নের ৬ টি স্কুলের দরিদ্র, অসহায়, পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরন।

ষষ্ঠ শ্রেণী থেকে এস,এস,সি পরীক্ষার্থীসহ মোট ৩০ জন শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি, টিউশন ফি, রেজিষ্টেশন ও ফরম ফিলাপ বাবদ নগদ মোট ৩৪,৫০০/= (চৌত্রিশ হাজার পাঁচশত) টাকা বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি মানা হয়। 

বৃহষ্পতিবার বেলা ১১ ঘটিকায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ফ্যামিলি ডেভেলপমেন্ট ফর চিলড্রেন উইথ স্কলারশীপ (এফডিসিএস) প্রজেক্ট ঘাটাইল শাখার উদ্যোগে ঘাটাইল উপজেলা পরিষদ কার্যালয়ে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন কুমার সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, ঘাটাইল সদর ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইমরান হোসেন, জামুরিয়া ইউনিয়ন পরিষদ মেম্বর মোসা: মিনারা বেগম ও বিবিসি প্রোগ্রাম অফিসার জেমস্ সানি বৈরাগী প্রমুখ।

অনুষ্ঠানে অতিথীরা শিশুদের শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহযোগিতার জন্য ওযার্ল্ড কনসার্ন বাংলাদেশ কর্তপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও এ ধরনের কার্যক্রম অব্যহত রাখার জন্য পরামর্শ প্রদান করেন।