টাঙাইলে জীবন জীবিকার উন্নয়নে নার্সারী ও আঙ্গিনায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
134

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় রবিবার (২৮ আগস্ট ২০২২) ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) এনসিয়র প্রোটেকশন এন্ড জাস্টিস থ্রু ইনট্রিগেটেড এপ্রোচ (ইপজিয়া) প্রকল্পের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে দিনব্যাপি নার্সারী/আঙ্গিনায় সবজি চাষ বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সারাদিন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন ঘাটাইল শাখা কার্যালয়ে আয়োজিত কর্মশালায় জামুরিয়া ইউনিয়নের মোট ২৫ জন অভিভাবক অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা প্রদানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান কর্মশালায় অংশগ্রহনকারীদের মাঝে জীবন দক্ষতা বৃদ্ধি ও জীবন-জীবিকার উন্নয়নে নার্সারী/ আঙ্গিনায় সবজি চাষের গুরুত্ব ও কৌশল /পদ্ধতি সম্পর্কে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করেন।তিনি আরও বলেন-দরিদ্র জনগোষ্ঠির অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের বিকল্প নাই।সঠিক পদ্ধতিতে নার্সারী/আঙ্গিনায় সবজি চাষ করতে পারলে যে কোন পরিবার তাদের নিজেদের চাহিদা মিটিনোর পাশা-পাশি পারিবারিক আয় বৃদ্ধির মাধম্যে জীবন মানের উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।

ওয়ার্ল্ড কনসার্ন ঘাটাইল শাখার প্রোগ্রাম অফিসার মি: জেমস্ সানি বৈরাগী বলেন- দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আত্ম-কর্মসংস্থানমূলক কর্মসূচীর বিকল্প নাই। স্বল্প পুঁজি ব্যয় করে যে কোন ব্যক্তি নিজ বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ/ নার্সারী পরিচালনার মাধ্যমে অতি সহচজ তার পরিবারের আয় বৃদ্ধি করতে পারে।

আঙ্গিনায় সবজি চাষের ফলে অল্প সময়ে বাড়তি আয় পাওয়া সম্ভব হয়, সম্পদেরও সুষ্ঠু ব্যবহার হয়। বাড়ির মহিলা ও শিশু এ কাজটি করতে পারে, ফলে শ্রমের সুষ্ঠু ব্যবহার হয় ।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মি: ডেভিড তাপস সাহা, ব্রাঞ্চ ইনচার্জ, (আরএমসিপি), বিথী খানম, মেহেরুন এবং জামিলা আক্তার শান্তা , মো: আবদুল লতিফ, ম্যানেজার, একটি বাড়ি একটি খামার প্রকল্প মমরেজ গলগন্ডা, মেম্বর মোছা: মিনারা প্রমূখ।