জেলা পুলিশ লাইন্স হসপিটালের কোভিড-১৯ ভ্যাকসিন সেন্টারের প্রশংসা করলেন সিভিল সার্জন

0
151

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিকঃ

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার দুইটি কোভিড-১৯ ভ্যাকসিন সেন্টারের মধ্যে একটি হল জেলা পুলিশ লাইন্স হসপিটাল, গোপালগঞ্জ। কোভিড-১৯ ভ্যাকসিনেশনের শুরু থেকেই এ ভ্যাকসিন সেন্টারটি ভ্যাকসিন গ্রহণকারীদের সেবা দিয়ে যাচ্ছে। সুপরিসর ড্রিল শেডে ভ্যাকসিন প্রত্যাশিদের জন্য ১১০/১২০ চেয়ার সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে বসানো হয়েছে। এতে ভ্যাকসিন নিতে আসা নাগরিকদের বসার সু–ব্যবস্থাসহ সিরিয়াল মেইন্টেন করা সহজ হচ্ছে। খোলামেলা হওয়াতে দীর্ঘসময় অপেক্ষা করতেও ভ্যাকসিন প্রত্যাশীদের কোন কষ্ট হচ্ছে না। প্রতিটি লাইনে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা রয়েছে। রয়েছে ওয়াশ রুমের ব্যবস্থা।

এ ভ্যাকসিন সেন্টারে নারীদের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে। তথ্য দিয়ে ও ভ্যাকসিন গ্রহণের সিরিয়াল দেবার জন্য রয়েছে সহায়তা সেল। ভ্যাকসিন নিতে আশা প্রত্যেক নাগরিককে ভ্যাকসিন গ্রহণ শেষে জেলা পুলিশের এর পক্ষ থেকে একটি চকলেট দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে।

প্রতিদিন গড়ে ২৫০ জন করে এ সেন্টার থেকে ভ্যাকসিন গ্রহণ করছেন সদর উপজেলার নাগরিকগণ। সুন্দর ও সুপরিসর সেন্টার পেয়ে তারা অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ।

জেলা পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ আবদুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার ,প্রশাসন) বলেন, আমাদের একটি আধুনিক মানের পুলিশ হাসপাতাল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এটি চালু হলে কর্তৃপক্ষ চাইলে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় আরো অধিক সংখ্যক নাগরিকদের ভ্যাকসিন সুবিধা প্রদান করতে সক্ষম হবো।

জেলার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ পুলিশ লাইন্স হসপিটাল কোভিড ১৯ এর ভ্যাকসিন সেন্টারের সেবাদান সম্পর্কে বলেন, “করোনা মোকাবেলায় বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে সেবা প্রদান করে যাচ্ছে।

তিনি আরও বলেন, জেলা পুলিশ লাইন্স হসপিটাল এর ভ্যাকসিন সেন্টারটি অত্যন্ত খোলামেলা ও আরাম দায়ক”। মনোমুগ্ধকর এ আয়োজনের জন্য তিনি জেলা পুলিশি সুপার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।