জেনারেল ভূঁইয়া’র ব্যক্তিগত তহবিল থেকে ১০০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

0
86

লিটন সরকার বাদল:

বৃহস্পতিবার(২৯ এপ্রিল ২০২১) সকালে মেঘনা উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে করোনার ২য় ধাপে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া, মেঘনা উপজেলার একহাজার অসহায় দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়ার সহধর্মিনী বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক বেগম মাহমুদা ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বেগম মাহমুদ ভূঁইয়া বলেন, সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে হিমসিম খাচ্ছে বিশ্বের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতে প্রতিদির হাজার হাজার প্রান কেরে নিচ্ছে করোনায়, আর বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা মহামরীকে জয় করে চলেছে।

তিনি প্রত্যক্ষ নজরদারীতে রেখেছেন সবকিছু। সরকারের পাশাপাশি এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে এবং অনেক বিত্তবান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত আছে। আপনারা ঘরে থাকুন, সরকারী বিধি নিষেধ মেনে চলুন। আপনি সচেতন হলে করোনা থেকে রক্ষা পাবে দেশ।

এসময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, , উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার, উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ মুজিবুর রহমান মুজিব, মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আমান, হাজী আফজাল হোসেন টিপু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হালিমা আক্তার, যুবলীগ নেতা মোহাম্মদ কাইয়ুম, ছাত্রলীগ সাবেক সভাপতি আল-আমিন, সভাপতি প্রার্থী মোহসিন সোহাগ, মোঃ সাঈদ, মোহাম্মদ রাহুল সহ মেঘনা উপজেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।