জামালপুর পৌরসভার মেয়র পদে ছানুকে দলীয় মনোনয়নের দাবিতে নারী সমাজের

0
266

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ছানোয়ার হোসেন ছানুকে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদানের দাবি জানিয়েছেন নারী সমাজ ও হোটেল শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে নারী সমাজের ব্যানারে পৌর এলাকার বিপুল সংখ্যক নারী শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ফৌজদারী মোড় থেকে বের হয়ে শহর পদক্ষিণ শেষে গেইটপাড় গিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুকে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী ঘোষণার দাবি জানান।
একই দাবিতে সোমবার সন্ধ্যায় জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শহরের গেটপার এলাকা থেকে বিপুল সংখ্যক হোটেল শ্রমিক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহর পদক্ষিণ শেষে পুনঃ গেটপার এলাকায় গিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন। এ সময় তারা ছানোয়ার হোসেন ছানুকে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী ঘোষণার দাবি জানান।
ছানোয়ার হোসেন ছানু ২০০৩ সালে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সাল পর্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকাকালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় মিথ্যা মামলায় কারাবরণ করে।
সম্ভাব্য মেয়র প্রার্থীদের পক্ষে শত শত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পৌর এলাকা। এর মাঝে সব সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকরা ছানোয়ার হোসেন ছানুকে জামালপুর পৌরসভার মেয়র পদে দেখতে চেয়েছেন। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সর্বাধিক সংখ্যক নেতা-কর্মী সমর্থকরা সাবেক ছাত্রনেতা ছানোয়ার হোসেন ছানুকে দলীয় মনোনয়ন প্রদানের দাবি জানান।
মেয়র পদে ছানুকে দলীয় মনোনয়ন প্রদান এবং নির্বাচিত করা হলে জামালপুর পৌরসভা আধুনিকায়ন হবে। দুর্ভোগ লাঘব হবে বলে মনে করেন জামালপুর পৌরবাসী।
জনপ্রিয় এই নেতা রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।