জামালপুরে পূজা নিয়ে মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

0
59


নিজস্ব সংবাদদাতা ,জামালপুর: জামালপুরে শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করার লক্ষ্যে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন।

সভায় আরো বক্তব্য দেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সেক্রেটারি সিদ্ধার্থ শংকর রায়, দূর্গাবাড়ী মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি দেবব্রত নাগ মধু, দয়াময়ী মন্দিরের সাধারণ সম্পাদক রঞ্জন সিংহ, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজীব সিংহ সাহা, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম দেবনাথ সহ বিভিন্ন মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা পুলিশের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।