চ্যানেল আই সমাজসেবা অ্যাওয়ার্ড পাওয়ায় মেঘনায় মেজর মোহাম্মদ আলী (অব.)-কে সম্মাননা প্রদান

0
322

লিটন সরকার বাদল:

৯ মার্চ বুধবার বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন, সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় চ্যানেল আই কর্তৃক “সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০ এ সমাজসেবা ও মোটিভেশনাল পার্সোনালিটি ক্যাটাগরিতে সম্মাননা পদক পাওয়ায়

কুমিল্লা জেলার মেঘনা উপজেলার জয়পুর গ্রামে পৌঁছলে তাকে উষ্ণ অভিনন্দনসহ ফুলেল শুভেচ্ছা জানান মেঘনা উপজেলা মানিকার চর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.জাকির হোসেন ও গ্রামবাসী।

পরে মেজর মোহাম্মদ আলী (অব.) সুমনকে.কে মটরস এর সত্ত্বাধিকারী মো.জাকির হোসেন একটি “সম্মাননা স্মারক ” প্রদান করেন।

সম্মাননা প্রদান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন তরুণ উদ্যোক্তা জাকির হোসেনের জেডএম এগ্রো ফার্ম ও মৎস প্রজেক্ট ঘুরে দেখেন।

মেজর মোহাম্মদ আলী অব. বলেন,এখানে বেকারত্ব নিরসনে জাকির এলাকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করছে এ জন্য তাকে সাধুবাদ জানাই, জাকির হোসেন এলাকায় বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে নিজেকে জনগণের কল্যাণে বিলীন করছে এটা প্রশংসার দাবিদার।

এ সময় মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিলমিয়া, মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিলন সরকার, দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মেঘনা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান মজিবসহ আওয়ামী লীগ’ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।